আগুন জ্বলে বুকে
মঈন তাজ


কন্ঠে আমার গান আসেনা মন ভাসেনা সুখে,
দুখের পোড়া রৌদ্রদাহে আগুন জ্বলে বুকে।
মন ভাসেনা সুখেরে ভাই মন ভাসেনা সুখে,
অনাচারের তীব্র দাহন বঞ্চিত এই বুকে।
মিথ্যাচারী জননেতার চুক্তি গেছে চুকে
বঞ্চনার ঐ বিষাদ নিয়ে আমরা মরি ধুঁকে।
অত্যাচারের প্রতিবাদে আমরা দাঁড়ায় রুখে,
কন্ঠে আমার সুর আসেনা গান আসেনা মুখে।


আইন প্রসাশন স্বজনতোষণ ভোজন নীতির দ্বারা
শাসন কলে পিষ্ট  হয়ে আমরা পড়ি মারা।
জন্মদাতা,জননেতা হারায় যখন নীতি,
ঘুম আসেনা চক্ষে আমার জাগায় মনে ভীতি।
নৈতিকতার দেয়াল যখন পড়ছে খসে খসে,
আমরা কী আর অধম হয়ে থাকতে পারি বসে?
নীরব হয়ে মরবি কিরে অত্যাচারীর ফাঁদে,
তীব্র আগুন উঠুক জ্বলে কঠিন প্রতিবাদে।


ঢাকা
০৭/১২/২১