আগুন রাগে ফাগুন হাসে
মঈন তাজ


ফুল ফাগুনে দিচ্ছে আভাস
উষ্ণ আকাশ উষ্ণ বাতাস
আম্র মুকুল ফুটে,
লাল শিমুল আর পলাশ বনে
বসন্তের ঐ জোয়ার আনে
মৌমাছিরা জুটে।


খুব সকালে রবির আলো
দূর করে দেয় রাতের কালো
শীত কুয়াশা টুটে,
ঝরিয়ে দিয়ে মরা পাতা
কচি পাতার মেলে ছাতা
ফাগুন আসে ছুটে।


আগুন রাগে ফাগুন হাসে
পাখপাখালি ছুটে আসে
নাচে গাছের শাখে,
সোনালী চিল হেসেখেলে
কমলা রোদে ডানা মেলে
রোদের পরশ মাখে।


ঘুঘু পাখির মধুর সুরে
মন ছুটে যায় কোন্ সুদূরে
ফাগুন রাগের গানে,
চৈতালী মন পাগল হয়ে
নদীর মত যায় সে বয়ে
ভালোবাসার বানে।


আড়াল হয়ে পাতার ফাঁকে
কুহু কুহু কোকিল ডাকে
মধুপ দুলে ফুলে,
বাসন্তী রঙ শাড়ী পড়ে
আলতা ফুলে অঙ্গ ভরে
দোস্যি মেয়ে ঘুরে।


যশোর
১১/০২/২২