আয় চলে আয়
মঈন তাজ


এই অবেলায় যদি মনে চায়,আমারে দেখিতে তোর,
আয় চলে আয় হৃদয় খাঁচায়,খোলা আছে এই দোর।
পুরনো কথায় গোপন ব্যথায়,যদি চোখে নামে জল,
বলি প্রাণপাখি অকারণে সখি,ভাঙিস না মনোবল।


চলে যাবে দিন হবে অমলিন, হৃদয়ের বাতিঘর,
হৃদয়ের টানে বাঁধা দুই জনে,ভরে যাবে অন্তর।
স্মৃতিময় রাত হবে তা প্রভাত,চলে যাবে কত কাল,
ফুরাবেনা আর তোমার আমার,প্রেমের ঊর্ণাজাল।


সাত পাঁচ ভেবে কত মনে হবে,বৃথা এই জঞ্জাল,
ভেবে দেখো পাছে ভালোবাসা আছে,তাই গেছে এতোকাল।
অকারণে যদি গড়ে তুলে নদী, কষ্টের কোলাহল,
ভালোবাসা দিয়ে ভরে দিও হিয়ে,হবেনা তা নিষ্ফল।


যাও যদি দূরে কোনো অগোচরে,না পাই তোমার দেখা,
আমার দু'চোখ চেয়ে অপলক,মেপে যাবে পথ রেখা।
পথ পানে চেয়ে আসে যদি ধেয়ে, আবার সন্ধ্যা কাল,
আঁধারের পানে খুঁজে নেবে মানে,তোমার উন্মাতাল।


ঢাকা
২১/০১/২২