আয় না সখি নীপবনে
মঈন তাজ


আয় না সখি নীপবনে শ্রাবণ মেঘের দিনে,
শ্রাবণ শোভা যায় হারিয়ে ভেজা আঁচল বিনে।
আলুথালু বৃষ্টি ভেজা গায়ের শাড়িখানি
লাগবে ভালো চুল দিয়ে তোর ঝরবে যখন পানি।


শ্রাবণ মেঘের ফোঁটা যখন পড়বে গায়ে ঝরে,
শিশির ভেজা ভোরের মত লাগবে দেখে তোরে।
কদম গোছা বেঁধে দেবো বেণী বাঁধা চুলে,
শাঁড়ির আঁচল ভরে দেবো জুঁই মালতি ফুলে।


ঝিরিঝিরি শীতল হাওয়া লাগবে যখন গায়ে,
অশ্বত্থ গাছের পাতার মত বাজবে নূপুর পায়ে।
নামবে বাদল মেঘের মাদল বাজবে আকাশ জুড়ে,
ময়ূর পাখির মত রে তুই নাচবি ঘুরে ঘুরে।


আয় না সখি আয় নারে তুই কদম গাছের তলে,
গাছের তলা যাচ্ছে ভেসে শ্রাবণ মেঘের জলে।
দে না সখি দে নারে তুই মাথার খোঁপা খুলে,
দেখবো চেয়ে কেমন করে চুল গুলো তোর দুলে।


শ্রাবণ দিনের শীতল পরশ অঙ্গে যা তুই মেখে,
চালতা যূঁথী লজ্জা পাবে গা খানি তোর দেখে।
বর্ষারাণীর ফুল গুলো সব চাইবে রে তোর পানে,
নীপবনে মাতবো দু'জন শ্রাবণ দিনের গানে।


যশোর
২২/০৮/২০