আয়রে আমার গাঁয়
মঈন তাজ


খেজুর রসের চিতই পিঠে
খেতে লাগে দারুণ মিঠে
খাবি যদি আয়
খেজুর রসের মুড়ি ভেজা
খেতে লাগে ভারি মজা
আয়রে আমার গাঁয়।


শীতের দিনের ভাপা পিঠা
আরো দেবো মন্ডা মিঠা
মজা করে খাবি
মুড়ি মুড়কি তিলের খাজা
খেতে দেবো চাউল ভাজা
অনেক মজা পাবি।


কনকনে শীত পড়বে যখন
লেপের মজা পাবে তখন
জলে না দেই ডুব
খুব সকালে আগুন জ্বেলে
তাপ পোহাবো সবাই মেলে
মজা হবে খুব।


আম কাঁঠালের বাগান ঘেরা
ফলফলাদি আছে সেরা
চাইলে পেড়ে খাও
অনেক খুশি হবে তুমি
দেখে আমার জন্মভূমি
বন্ধু দাওয়াত নাও।


ধান শালিকের লুকোচুরি
পাখপাখালির ওড়াউড়ি
সুশোভিত গ্রাম
বাংলাদেশের শেষ সীমানা
দেখে যেতে নেই তো মানা
বাংগাবাড়ী নাম।


যশোর
২৫/১১/১৯