একবার ফিরে তুমি চাও
মঈন তাজ


আহা মরি সুন্দরী,মুখখানা কেনো ভারি,
একবার ফিরে তুমি চাও?
একা একা বাঁকা পথে,কেউ নাই তব সাথে,
কেনো তুমি হেঁটে চলে যাও?
টসটসে গালখানা,শিল্পির আলপনা,
আঁকা যেনো ঐ চেহারায়,
কাজলের কালি মেখে,নিশিকালো চুল দেখে,
কালো মেঘ হার মেনে যায়।


দেখে দুটি রাঙা ঠোঁট, কলিজায় লাগে চোট,
টিয়াপাখি যেনো উড়ে যায়।
আমি চাই তারে পেতে, বসে যদি মোর ক্ষেতে,
ভালোবেসে যদি তারে পায়।
দেবো তারে দেহ মন,এই ভাবি সারাক্ষণ,
দুটি চোখে তারে দেখি যেনো।
বেলা কিবা অবেলায়, মন তারে পেতে চায়,
মন বলে আসেনা সে কেনো?


যশোর
২৯/০৭/২১