এখনো তোর হুঁশ ফিরেনি!
মঈন তাজ


কেহ মরে ক্ষুধার জ্বালায়
কেহ মরে করোনা'য়
কেহ আবার সুযোগ বুঝে
সদাই-পাতির দাম বাড়ায়।


এখনো যে মানুষ ঠকাস্
নাই কিরে তোর মৃত্যু ভয়
মরার পরে টাকা নিয়ে
যাবি কি তুই গোর খানায়?


অন্ধ বধির ফেরেস্তা দ্বয়
করবে যখন জিজ্ঞাসা
লোক ঠকানো টাকা দিয়ে
দূর হবে কি হতাশা?


এখনো তোর হুঁশ ফিরেনি
ধরবে যে দিন করোনা'য়
টাকা দিয়ে কি হবে তোর
মরন ছাড়া নাই উপায়!


দু'চার পয়সা দে নারে ভাই
গরীব দুখীর হাত খানায়
বিশ্বজোড়া দূর্যোগে আজ
মানুষ বড় অসহায়!


কত মানুষ ঘরের কোণে
অন্ন ছাড়া দিন কাটায়
স্বজন হারা কত মানুষ
কান্না করে বুক ফাটায়!


সদাই-পাতির দাম কমিয়ে
মানবতার হাত বাড়ায়
আসুন সবাই মিলেমিশে
মানবতার ত্রাণ বিলায়।


যশোর
১১/০৪/২০