একটু ভেবে নিস্
মঈন তাজ


নিজের বোনটি অনেক ভালো পূর্ণিমারই চাঁন
পরের বোনকে যা তা বলিস দিস না তারে মান।
নিজের মেয়ে অনেক ভালো কলঙ্ক নেই তার
পরের মেয়ে নয়তো ভালো করিস অহংকার।


নিজের ভাইটি অনেক ভালো করিস গুণগান
পরের ভাইটি খারাপ অতি ঘৃণায় ভরিস প্রাণ।
পরের কথা শুধুই ভাবিস নিজের কথা ভাব্
নিজের মাঝে জমা আছে কত পঁচা গাব্।


পরনিন্দায় মত্ত হয়ে কাটলো জীবন ক্ষণ
আত্ম লোচন অন্ধ হলো বন্ধ বিবেক মন।
নিজের দোষটা দেখিস না তুই দেখিস পরের দোষ
নিজেকে তাই ভাবিস বড় শূন্য যে জ্ঞান কোষ।


মেয়ে ভগ্নি মেয়ে মাতা আলো জগৎময়
মেয়ে নিয়ে কটুকথা বলা উচিত নয়।
কটুকথা বলার আগে একটু ভেবে নিস্
খানকি বলে বেশ্যা বলে কারে গালি দিস্।


ঐ মেয়েটি তোরই মতন কারো মাতা বোন
হয়তো তারি গর্ভে হবে কত বিজ্ঞজন।
পরকে গালি দিয়ে গোঁড়া পাবি শুধু পাপ
মরার পরে এই না পাপের হবে কি আর মাফ?


যশোর
২১/১২/১৯