আল্লাহ এবং বান্দা
মঈন তাজ


আমরা মানুষ ঠেকায় পড়ে আল্লাহ আল্লাহ ডাকি,
সুযোগ পেলেই সুযোগ বুঝে রবকে মারি ফাঁকি।
দুনিয়া বাসী ভাবছে বসি দিলাম তাঁরে ধোঁকা!
আল্লাহ বলেন হায়রে মানুষ মস্ত বড় বোকা!


রোগ ব্যধিতে ভুগলে মানুষ ডাকে প্রভু প্রভু,
মাফ করে দাও আল্লাহ মাবূদ ভুল হবেনা কভু।
বিপদ থেকে রক্ষা করো সাদকা দেবো মেলা,
বিপদ বালা কেটে গেলে শুরু আগের খেলা।


আবার যখন বিপদ আসে পাপের বোঝা বাড়ে,
মানুষ তখন মলিন মুখে স্মরণ করে তাঁরে
বান্দার এসব কীর্তি দেখে আল্লাহ বসে হাসে,
আল্লাহ বলেন বান্দা তোরে রাখছি অবকাশে।


সৃষ্টি হয়ে স্রষ্ঠার সাথে করো প্রতারণা,
ভুলের কথা স্বীকার করে ঝরাও অশ্রুকণা
একত্ববাদ স্বীকার করো তুমি নত শিরে,
পাপের তরে তাওবা করে আসো আবার ফিরে।


জেনে রেখো হিসাব হবে কঠিন ক্রুদ্ধভাবে,
কেউ হবেনা সঙ্গী তোমার কোথায় তুমি যাবে?
ভেবে দেখো মানুষ তুমি আকল বিবেক দিয়ে,
জবাব তোমায় দিতেই হবে রবের কাছে গিয়ে।


কি সেই জবাব দিবে তুমি মহান প্রভুর কাছে,?
তাঁর রহমত ছাড়া কি আর কোনো উপায় আছে?
দুনিয়া ও আখেরাতে নাজাত পেতে হলে,
আল্লাহ নবীর সোজা পথে যেতে হবে চলে।


যশোর
২৯/০৪/২১