আলো আঁধার
মঈন তাজ


স্বজন প্রীতি খারাপ নীতি মিথ্যা মহাপাপ
মিথ্যাবাদী চির দিনই পায় যে অভিশাপ।
এই জীবনে যে জন পেলো সত্য ন্যায়ে স্বাদ
সে জন হলো সত্য রথী পেলো আশীর্বাদ।


ন্যায়ের পথে যে জন থাকে শক্ত মনোবল
সঠিক পথে থাকে বলেই নাহি সে দূর্বল।
সরল পথে সঠিক মতে চলরে বোকা মন
ভ্রান্ত পথে অলীক মতে  বিপদ প্রতি ক্ষণ।


সত্য সাধক চির দিনই নীতির কথা বলে
নিয়ম নীতি যায় না ভুলে সঠিক পথে চলে।
মিথ্যাবাদী চির দিনই ছল চাতুরী করে
যতই করে টালবাহানা ততই ফাঁদে পড়ে।


অসৎ পথে অশান্তি যে হয়না কভু জয়
অসৎ পথে সদাই দেখি নীতির পরাজয়।
সবার কাছে ঘৃণিত সেই যে জন নীতি হীন
অপমানের জীবন কাটে ঘৃণায় পুড়ে দিন।


হে দয়াময় তুমি আমায় দাও সঠিক দিশা
বক্র পথে চাইনা যেতে যেটা সর্বনাশা।
আলোর দিশা দাওগো তুমি রহিম রহমান
রোজ হাশরে করো মাবূদ তোমার মেহমান।


যশোর
১০/১১/১৯