আলোকিত হও
মঈন তাজ


ঐ চেয়ে দেখো ডুবিছে সূর্য ফুরায়ে আসিছে দিন,
তুমি যে জীবন পেয়েছো জগতে করো তাহা অমলিন।
ঝাঁপিয়ে পড়ো হে জীবনের পথে নব উদ্যম লয়ে,
সব পিছুটান লাথি মেরে ফেলো এসো উদ্ধত হয়ে।
এসো হে নবীন নব উদ্যমে গেয়ে জীবনের গান,
এই বিশ্বাস রেখো তব মনে তুমি হবে মহাপ্রাণ।
ঝেড়ে ফেলো ঐ হৃদয় থেকে অন্যায় পাপাচার,
যত মজলুম রিক্ত সিক্ত ফিরে পাক অধিকার।
সামান্যতম বিলাস বাসনা পদ পদবীর লোভে,
হারাবে অসীম রাজ্য তোমার প্রতিপালকের ক্ষোভে।
আফসোস করে কেঁদে কেঁদে হায় আর কী হবে লাভ?
এখনি সময় ফিরে এসো তুমি করে দেখো অনুভাব।
ভেবে কি দেখেছো কত ছোট এই জীবনের আয়ুকাল?
তাই নিয়ে কত দর্প মোদের কত-না উন্মাতাল।
অহংকারে উদ্ধত হই শয়তান নেয় পিছু,
আপন স্বার্থে সকলি বিলাই ভুলে যায় সব কিছু।
ভুলে যায় সব মানবতা বোধ মানুষের জয়গান,
ভেবেছো কি তুমি কতটা করেছো সৃষ্টির অপমান?
স্রষ্টার সাথে করেছো হে তুমি দম্ভ ও প্রতারণা,
কারো সাথে নয় নিজেরই সাথে করেছো প্রবঞ্চনা।
বিবেকের কাছে যেয়ে দেখো তুমি জিজ্ঞাসা করো তারে?
অন্যায় কাজে কেনো ডুবে থাকো সজ্ঞান অভিসারে?
এখনি সময় আর নয় তবে বিবেকের পরাজয়,
মানুষ হয়ে মানুষের মাঝে বেঁচে রবে নিশ্চয়।
ওপারে যাবার পাথেয় তোমার কতটা ভরেছো ঝুলি,
হেলায় খেলায় হারালে কি তুমি জীবনের দিনগুলি?
যেদিন দেখিবে জীবনের পথে কঠিন অন্ধকার,
কোথাও কি পাবে জোনাকির মত এতটুকু আলো আর?
সবাই গিয়াছে আপনার পথে যারা ছিলো তব সাথে,
পূণ্য বিহীন শূন্য জীবন তুমি একা খালি হাতে।
আফসোস করে বুক চাপড়িয়ে লাভ কি হবে আর?
ঐ চেয়ে দেখো সূর্য ডুবিছে নামিছে অন্ধকার।
আলোর মাঝে আলোকিত হও সূর্য ডুবার আগে,
দেখবে তখন জীবন কতটা আনন্দময় লাগে।


২৫/১১/২২
শমশেরনগর