আলতা কুসুম মেয়ে
মঈন তাজ
রচনা কালঃ ০৫/০১/২০
স্বরবৃত্ত ছন্দেঃ ৪+৪+৪+২
মাত্রাবৃত্ত ছন্দেঃ ৫+৫+৫+২
==================
সদাই দেখি হাসির ঝিলিক ঐ মেয়েটির ঠোঁটে
পূব আকাশে ভোরের আলো যেমন করে ফোটে।
দুই নয়নে যতই দেখি ততই লাগে ভালো
দেখলে তারে হৃদয় জুড়ে জ্বলে প্রেমের আলো।


কাজল কালো ডাগর আঁখি যেনো কুসুম কলি
রূপে তাহার ঝিলিক মারে কেমনে এতো বলি।
দূর্বাঘাসে শিশির কণা যেমন ঝিলিক মারে
মুক্ত ঝরা দেখলে হাসি তেমন লাগে তারে।


লজ্জাবতী লতার মত লাজুক লাগে তারে
লাজুক লতা পড়ছে নুয়ে কচি রূপের ভারে।
রূপে যে তার ঝরছে পড়ে ভরা চাঁদের আলো
দেখলে তারে দূরে পালায় মনের যতো কালো


মাথায় বাঁধা চুলের বেনী কাল নাগিনী ফণা
আলতা রাঙা গা খানি তার যেমন কাঁচা সোনা।
কোমল কচি হাত দুখানি যেনো বাঁশের আগা
টোল পড়া ঐ গাল দুখানি পরম ভালো লাগা


গাছের ডালে বসে ডাকে সোনা বরণ পাখি
চাই যে মনে বুকের মাঝে আগলে তারে রাখি।
দেখলে তারে মনের মাঝে প্রেমের নেশা জাগে
এমন নেশা হয়নি কভু তাকে দেখার আগে।


যশোর
০৫/০১/২০