আমি অভাগিনী
মঈন তাজ


একটু না হয় বাসলে ভালো মন্দ কী হয় তাতে?
একটু না হয় হাতের পরশ দিলে আমার হাতে।
একটু না হয় মনের কথা বললে আমায় খুলে,
একটু না হয় আমার সাথে হাঁটলে হেলে দুলে।


আমার গানের সুরে যদি ঠোঁট মেলাতে তুমি,
হৃদয় ভরা প্রেমের সুধায় সিক্ত হতো ভূমি।
তোমায় বলে শান্তি পেতাম অব্যক্ত সব কথা,
শান্তি পেতো হৃদয় মাঝের যতো অকূলতা।


পথের মাঝে পথ হারিয়ে তোমায় যখন খুঁজি,
তোমায় খুঁজে পাই তখনি চক্ষু যখন বুজি।
তোমার জন্য বন্য হবো, হবো আমি রাধা,
তোমায় পেলে ধন্য হবো,ছিঁড়ে সকল বাধা।


অবহেলেও আমায় যদি বাসতে তুমি ভালো!
অন্ধ মনের বন্ধ ঘরে পেতাম ফিরে আলো।
দাওনা প্রিয় বন্ধ মনের রুদ্ধ দুয়ার খুলে,
কুসুম কেয়া দাওনা বেঁধে আমার খোলা চুলে।


তোমার জন্য হতে পারি, আমি কলঙ্কিনী,
অষ্টপ্রহর তোমায় ভাবি,আমি চাতকিনী।
তোমায় ছাড়া আমি হবো,বিশ্ব অনাথিনী,
জনম জনম নিঃশ্ব রবো,আমি অভাগিনী।


যশোর
১৯/০৩/২২