আমি বাঁচতে চাই
মঈন তাজ


আমি অপ্রকৃতস্থ হয়ে যাই
যখন দেখি এই সংঘাতময় পৃথিবী।
আমি উন্মাদ হয়ে যাই
যখন দেখি শতশত বিকৃত লাশের ছবি।


আমি নির্বাক হয়ে যাই
যখন দেখি বিশ্বময় সন্ত্রাসের লিলাভূমি।
আমি স্তব্ধ হয়ে যাই
যখন দেখি মানুষের চেয়ে পশু হয় দামি।


আমি হতবাক হয়ে যাই
যখন দেখি বর্বর পৈশাচিক সন্ত্রাসী হামলা।
আমি জ্বলে পুড়ে যাই
যখন দেখি সত্যের উপর মিথ্যা মামলা।


আমি শূন্য হয়ে যাই
যখন দেখি অসত্যের বিজয়।
আমি বাকরুদ্ধ হয়ে যাই
যখন দেখি মানুষের অবক্ষয়।


আমি ধূলায় মিশে যাই
যখন দেখি মানবতার পরাজয়।
আমি অমানুষ হয়ে যাই
যখন দেখি মনুষত্ত্ব্য লুট হয়ে যায়।


আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাই
যখন দেখি শিশু সন্তান ধর্ষিত হয়।
আমি ক্ষত বিক্ষত হয়ে যাই
যখন দেখি ছিন্নভিন্ন লাশ পড়ে রয়।


আমি বিষন্ন হয়ে যাই
যখন দেখি বিনাচিকিৎসায় মানুষ মারা যায়।
আমি অভুক্ত রয়ে যাই
যখন দেখি ক্ষুধিতের আহার চুরি হয়ে যায়।


আমি কষ্টে জর্জরিত হয়ে যাই
যখন দেখি অপুষ্টিতে শিশুরা মারা যায়।
আমি ঘৃনায় কালো হয়ে যাই
যখন সামরিক মহড়ায় কোটি কোটি টাকা ব্যয় হয়।


আমি বাঁচতে চাই
আমাকে বাঁচতে দাও।
আমাকে ক্ষুধা দারিদ্র মুক্ত মানবিক
সংঘাতহীন শান্ত পৃথিবী দাও।


ঢাকা
২৩/১০/১৭