আমি বিস্ময়ে তাকিয়ে থাকি
মঈন তাজ


আমি বিস্ময়ে তাকিয়ে থাকি
মানুষের আদিমতার দিকে!
লোনা জলে ভেজে আমার গণ্ডদেশ
মানুষের ধ্বংসযজ্ঞ দেখে।


আমি নির্বাক হয়ে ভাবি?
একি!
একি মানুষের কর্ম?
একি মানুষের মনুষ্যত্ব?


আঁতকে উঠে আমার হৃদয়!
মানুষ তো নির্বোধ নয়!
মানুষ তো পশু নয়!
তবে কেন এই পিশাচতা?
কেন এই নির্মমতা?


বিভৎস হত্যা আর ধ্বংসযজ্ঞ দেখে,
অসহায় নারী আর শিশুর চিৎকার শুনে,
ফেটে যায় আমার অন্তর।
তবুও দয়া মায়ার উদ্রেক হয়না হৃদয়ে তাদের।
ওরা কী!
জ্ঞান শূন্য পশু!
নাকি জ্ঞান পাপী নিকৃষ্ট অধম মানুষ?
যারা পৃথিবীর শান্তি বিনষ্ট করে,
যারা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে,
হিংস্রতার দাবানলে পুড়াতে চায়
শান্তিময় মহাবিশ্ব।


যশোর
০৪/০৩/২০