আমি নির্বোধ হয়ে যাই
মঈন তাজ


মাঝেমাঝে আমি নির্বোধ হয়ে যাই
অবোধের মত দাঁড়িয়ে দেখি মানুষের কীর্তি।
কি আশ্চর্য ভাবে বদলে যায় মানুষগুলো
কিভাবে চূর্ণ বিচূর্ণ  করে বিশ্বাসের পাথর মূর্তি।
বিশ্বস্ত হাতে বিশ্বাসকে হত্যা করে যারা
চিরদিন তারা বিশ্বাস ঘাতক,
যেভাবে ছুরি চালাই ওরা বিশ্বাসের বুকে
মনে হয় যেন জল্লাদ জাতক।
এতটুকু কাঁপেনা হাত হৃদয়ে জাগেনা প্রেম
দু'পায়ে দোলে সমস্ত ভালোবাসা।
আমি বসে ভাবি রুক্ষ সে ছবি
কত সহযেই মানুষ ভেঙ্গে ফেলে মানুষের আশা।
আমি নির্বাক হয়ে যাই অন্ধকার ঘিরে ধরে
হারিয়ে যায় হৃদয়ের বোধ।
আমি দিবালোকে অবোধের মত চেয়ে দেখি
মানুষের নির্মম প্রতিশোধ।
কতইনা বিচিত্র মানুষ কতইনা তাদের হিংস্র রূপ
নেই কারো জানা,
বিশ্বাস আর অবিশ্বাসে নোংরা ভন্ড মানুষের তরে
রেখে যাই যত ঘৃণা।


১৬/১০/১৮
ঢাকা