আঙ্গুল দিয়েই লিখি শিখি
মঈন তাজ


দিনে দিনে কলম কালির
যাচ্ছে কদর কমে
তাইতো দেখি বই খাতাতে
ধুলো বালি জমে।


আঙ্গুল দিয়ে টিপে আসে
হাজার বইয়ের পাতা
টিপে টিপে হিসাব কষি
তাই লাগেনা খাতা।


আঙ্গুল দিয়েই লিখে লেখক
কত শত লেখা
ঘরে বসেই যাচ্ছে পাওয়া
হাজার বইয়ের দেখা।


হাতের মুঠোয় জগতটা কে
দেখছি কত রূপে
নেট দুনিয়ায় নিরব বিপ্লব
হচ্ছে চুপে চুপে।


ইউটিউবে অনেক কিছু
শিখছি ঘরে বসে
অনেক জটিল কঠিন জিনিস
শিখছি রসে রসে।


যশোর
০৫/১২/১৯