অনুভূতি
মঈন তাজ


নীল নীল আকাশে  রোদ্দুর বাতাসে
উড়ে যায় উড়ে যায়  জীবনের স্বপ্ন,
মনে হয় ধরি তারে  কত মায়া করি তারে
কেটে যায় কেটে যায়  মধুময় লগ্ন।


দুই হাতে ছুঁতে চাই  পিছু পিছু ছুটি তাই
দিগন্তে চেয়ে থাকে  আমার এই দু'টি চোখ।
অদৃশ্য কালো ছায়া  কেড়ে নেয় সব মায়া
নিরুপায় চেয়ে থাকি  আমি একা অপলক।


কষ্টরা ঘিরে ধরে  ব্যথাতুর প্রাণটারে
এলোমেলো করে তুলে  জীবনের যত সুখ।
তবু এই ছুটে চলা  হাসি মুখে কথা বলা
স্বপ্নের নীলিমায়  চেয়ে থাকি উন্মুখ।


বারেবারে ফিরে ফিরে  অন্যায় অনাচারে
অবহেলা অনাদরে   করে যদি ভগ্ন।
যত থাক্ হাহুতাশ   তত থাক্ বিশ্বাস
শত আশা ভালোবাসা  নিয়ে থাকি মগ্ন।


ঢাকা
০৯/০৯/২২