অপসংস্কৃতির করালগ্রাস
মঈন তাজ


অপসংস্কৃতির করালগ্রাসে
ধ্বংস মানবতা,
ঘূর্ণিবায়ে আসছে ধেয়ে
নিত্য বর্বরতা।


খোস মেজাজে গড়ছো বসে
মানুষ মারার কল,
উল্লাসে তাই উঠছে হেসে
মিথ্যাবাদীর দল।


মানুষ নিয়ে চলছে দেখি
নানান  ছলা কলা,
বিশ্বব্যাপী চলতেছে তাই
হত্যাযজ্ঞ খেলা।


নিষ্ঠুরতার চরম ঘাতে
কাঁদছে বসুন্ধরা,
মানবতার দু'চোখ বেয়ে
বইছে অশ্রুধারা।


খুবলে খাচ্ছে মানবতা
ঐ হায়েনার পাল,
মানব মাঝে যাচ্ছে ছেঁয়ে
বিদ্বেষ দাবানল।


বিশ্বমাঝে ছড়িয়ে গেছে
আজব সংস্কৃতি
শান্তির নামে অশান্তি আর
প্রহসনের নীতি।


ঢাকা
১০/০১/১৭