অর্জন গর্জন
মঈন তাজ


জল তরঙ্গে জলের খেলা
ছলাৎ ছলাৎ জলের ঢেউ,
বায়ুর মাঝে আয়ুর খেলা
হঠাৎ কখন ফুরায় সেও।


মনের মাঝে মন থাকেনা
বুঝিনাতো আমরা কেউ,
বনের মাঝে অনেক পশু
চালাক নাকি সবচে ফেউ?


দুধের ভেতর ননী থাকে
তার ভেতরে থাকে ঘি,
কথার মাঝে কথা থাকে
হয়না বলা কত কি?


ভাষার মাঝে অনেক ভাষা
ক'জন বুঝি কার কথা,
অনেক কিছু না বুঝলেও
ভালোই বুঝি কানকথা।


মহান রবের সৃষ্টি অনেক
মানুষ হলো শ্রেষ্ঠ জীব,
বিচার বুদ্ধি হারায় যখন
হয় সে তখন শুধুই ক্লীব।


আলোর মাঝে অধিক আলো
বলি তারে বিচ্ছুরণ,
ভালোর মাঝে মন্দ থাকে
বুঝতে হবে তার কারণ।


মানুষ নিয়ে মানুষ খেলে
শয়তানে দেয় উস্কানি,
নামাজ রোজার ধার ধারিনা
মরলে করি কুলখানি।


সৎ সততার নেইতো বালাই
স্বার্থ হুঁকায় মারছি টান,
ছাড়ছি ধোঁয়া মনের সুখে
গাইছি শুধু নিজের গান।


অর্জনে আর গর্জনে ভাই
দম্ভে করি বিশ্ব মাত,
ভাবিনাতো দাম্ভিকতায়
হচ্ছে কারো অশ্রুপাত!


সুযোগ পেলে সুযোগ বুঝে
দেই ঈমানের বিসর্জন,
দম ফুরালে বুঝবে তুমি
এই জীবনের কী অর্জন?


যশোর
০২/০১/২২