আসেনি সেই অনিন্দিতা
মঈন তাজ


জোছনা মাখা আকাশ ছিলো তারায় তারায় পূর্ণতা,
তুমি হীনা বুকটা ছিলো খাঁ খাঁ মরুর শূন্যতা।
ছিলোনা সেই মিষ্টি ঘ্রাণের ভেজা চুলের আদ্রতা,
এলোমেলো বাতাস ছিলো, ছিলোনা তার ভদ্রতা।


উদাস নয়ন ভাবতে ছিলো আকাশ পানে চেয়ে  চেয়ে,
সঙ্গী হতে আসেনি সেই কাজল পরা মিষ্টি মেয়ে।
জোছনা ভেজা ফুলে ফুলে শিউলি তলা ছিলো ছেয়ে,
ভালোবাসা ঝরতে ছিলো জোছনা মাখা হৃদয় বেয়ে।


এলোমেলো ভাবনা গুলো পায়না খুঁজে কোথায়  ঠাঁই,
বেহায়া মন কোথা থেকে কোথায় যেনো যায় চলে যায়।
কার কথা সে ভেবে মরে জানেনা কেউ গোপন কথা,
কেউ জানেনা বুকের মাঝে উথলে উঠে কিসের ব্যথা।


হঠাৎ যখন ডেকে উঠে প্রহর গোনা রাতের পাখি,
থমকে গিয়ে চমকে উঠি সকাল হলো এখন নাকি।
এমনি করে রাত কেটে যায় বিহানবেলার আলো ফোটে,
আসেনি সেই অনিন্দিতা হাসি মাখা রাঙা ঠোঁটে।


যশোর
২৮/১০/২০