আসবে বাঁধা শত
মঈন তাজ


সরল পথে চলতে গেলে
আসবে কত বাঁধা,
সত্য সঠিক বলতে গেলে
বলবে লোকে গাধা।


উচিত কথা বলতে গেলে
বেজার হবে সবে,
তবু তোমায় সঠিক কথা
বলেই যেতে হবে।


বলতে বাঁধা চলতে বাঁধা
আসবে বাঁধা শত
পেছন থেকে আঘাত এসে
করতে পারে ক্ষত।


সঠিক কথা বলবে তুমি
এটাই হবে ব্রত,
নাই-বা হলো তোমার কথা
প্রিয় মনের মত।


দু'হাত দিয়ে দাও সরিয়ে
আসুক বাঁধা যত,
ন্যায়ের পথে কোথাও যেনো
না হয় মাথা নত।


যশোর
২০/০৮/২০