আসে সাঁঝের বেলা
মঈন তাজ


অনেক কিছুই মিস হয়েছে
পায়নি সময় বলে,
তালবেতালে সময় গুলো
যাচ্ছে কেমন চলে।
কোন ফাঁকে যে সূর্য উঠে
কোন ফাঁকে যায় ডুবে,
ক্ষণিয়ে আসে জীবন বেলা
কাজে থাকি চুবে।


কোনটা রেখে কোনটা করি
কোন পথে যে চলি,
কত কিছুই জীবন থেকে
দিচ্ছি জলাঞ্জলি।
সবাই চাহে জীবন বাগে
ফুটাই সুখের কলি,
অধীর হয়ে থাকে সবাই
আসবে কবে অলি।


কল্পনাতে জীবন ক্ষেতে
সাজাই সুখের ডালি,
যেমন করে সাজায় বাগান
ফুল বাগানের মালি।
আশায় আশায় কাটে জীবন
আসে সাঁঝের বেলা,
ঘনিয়ে আসে আঁধার কালো
ভাঙে ভবের মেলা।


যশোর
২৩/১০/২১