অভিমানী প্রিয়া
মঈন তাজ


রাগ করেছো লক্ষী সোনা মান করোনা আর।
অভিমানে কেন তুমি মুখটি করো ভার?


মুখটি তুলো একটু হাসো লাগবে অনেক ভালো।
গোমড়া মুখে তাকাও কেন মুখটি করে কালো।


সোনা মুখে রাগ করিলে লাগে বেমানান।
একটু হেসে বলো সোনা কিসের অভিমান।


বিষাদ কেন মেখে রাখো কাজল কালো চোখে?
রাগ করিলে কেমন লাগে অমন সোনা মুখে?


রাগ করোনা লক্ষী সোনা দেবো ঢাকার শাড়ী।
গলায় দেবো সোনার মালা হাতে রেশমী চুড়ি।


পায়ে দেবো রূপার নূপুর নাকে হীরার নথ।
চুলে দেবো সিঁথিপাটি মেহেদী রাঙা হাত।


প্রভাত রাঙা রবির মত একটু হাসো দেখি।
তুমি আমার প্রাণ সজনী তুমি সুজন সখি।


তুমি আমার সোনা পাখি মূয়ূর ময়না টিয়া।
দিনে রাতে স্বপ্ন দেখি শুধু তোমায় নিয়া।


এবার ভাঙ্গো প্রিয়তমা তোমার অভিমান।
তুমি আমার প্রাণের প্রিয়া তুমি জানের জান।


তোমায় কত ভালোবাসি বুঝবে তুমি কিসে।
দেহের প্রতি রক্ত কণায় তুমি আছো মিশে।


আর থেকোনা চুপটি করে মুখটি তুলে হাসো।
জানি প্রিয় জানি তুমি আমায় ভালোবাসো।


মিছে অভিমানে তুমি আর থেকো না দূরে।
ভালোবাসা নিয়ে তুমি এসো বুকের পরে।


যশোর
১৮/০৯/১৯