বাবা আমার বাবা
মঈন তাজ


বাবা হলেন অতি আপন
প্রাণের প্রিয় বন্ধু,
মায়ায় ভরা সুখের ডেরা
ভালোবাসার সিন্ধু।


কষ্ট করেও বাবা থাকেন
সদাই হাসি মুখে,
ক্লান্তি ভুলে কষ্ট ফেলে
শিশুকে নেয় বুকে।


ছেলে মেয়ের আশার প্রদীপ
বাবা পথের দিশা,
থাকলে বাবা দূর হয়ে যায়
সকল অমানিশা।


বাবা হলেন মাথার উপর
বটবৃক্ষের ছায়া,
বাবার আছে বুকের মাঝে
সিন্ধু সম মায়া।


হাজার গুণে গুণান্বিত
বাবা আমার বাবা,
বাবার মতন এত আপন
আছে আবার কে-বা!


বাবা কত কষ্ট করেন
অফিস কিংবা মাঠে,
সান্তানেরই সুখ কামনায়
সারা জীবন খাটে।


আঙ্গুল ধরে বাবাই শেখান
জীবন পথের চলা,
শিশুর জীবন গড়তে বাবা
দেন গড়ে সেই তলা।


শাসন করে আদর দিয়ে
মানুষ করেন বাবা,
বাবা কভু  দেয়না ছুঁতে
বিপথগামী থাবা।


বাবা হলেন সবার সেরা
সকল শিশুর কাছে,
বাবার মতন এত আপন
কে আর ভবে আছে?


আশীর্বাদের পরশ বুলায়
বাবাই সবার আগে,
বাবা ছাড়া এই পৃথিবী
শূন্য শূন্য লাগে।


যশোর
১০/০২/২০