বাবার উপদেশ
মঈন তাজ


ঘুমিয়ে কেন খোকন সোনা
মসজিদে যাই আজান শোনা
জলদি করে উঠো
শুদ্ধ ভাবে অযু করে
সুন্নাতী ঐ পোশাক পড়ে
নামাজেতে ছুটো।


নামাজ তোমায় পড়তে হবে
খোদার স্মরণ করতে হবে
ঈমান করে শক্ত
রাসুল গেছেন যে পথ ধরে
অনুসরণ করবো তাঁরে
হও রাসুলের ভক্ত।


খোদার হাবিব রাসুল বলে
ঈমান আমল ভালো হলে
কবর হবে আলো
খোদা ভীতি নাই যে বুকে
থাকবে না সে কভু সুখে
সবি হবে কালো।


নামাজ পড়ো রোজা করো
শক্ত করে কালেমা ধরো
কুরআন হাদিস মতে
শয়তানের ঐ ধোঁকায় পড়ে
ভুল করোনা বাবা ওরে
যেওনা ভুল পথে।


খোদার আদেশ নিষেধ মানো
বিকল্প পথ নেই তো কোনো
ইসলামী পথ ছাড়া
সঠিক পথের হও দিশারি
চলছে নবী যে পথ ধরি
হইও না পথ হারা।


যশোর
১১/১২/১৯