বন্ধ করো রক্তের খেলা
মঈন তাজ


রক্তে ভেজা ফিলিস্তিন
নিষ্পাপ শিশুর ওষ্ঠাগত প্রাণ
ছিন্ন ভিন্ন মানুষের দেহ
অসহায় মানুষের আর্তনাদ
আহ্ কী করুণ বেদনা, কী নিদারুণ দৃশ্য!!!


ক্ষত বিক্ষত মানুষের বুক ফাটা কান্না,
হাসপাতালে চিকিৎসাহীন রোগী
চিকিৎসালয়ে বোমার আঘাত।
আশ্রয় শিবিরে নিরীহ মানুষের উপর নির্লজ্জ হামলা
জঘন্যতম বর্বরতা আর কী হতে পারে?


অন্নহীন বিবর্ণ মানুষের
স্বজন হারানো মলিন মুখ,
বাস্তুচ্যুত মানুষের ভিটেমাটি হারাবার যন্ত্রণায়
বিদীর্ণ হয় চোখের জল।


হে বিবেকহীন বিশ্ব বিবেক
বন্ধ করো তোমাদের এই নির্মমতা
বন্ধ করো তোমাদের হত্যাযজ্ঞ
বন্ধ করো এই রক্তের খেলা
অস্ত্রের ঝনঝনানি।


নিষ্পাপ শিশুকে বেড়ে উঠতে দাও
সুনির্মল বাতাসে,
নদীর জল আর শ্যামল ছায়ায়।
তাকে দেখতে দাও
নির্মল নীল আকাশ
সবুজ ঘাস আর বন বনানী।


নির্মম নিষ্ঠুরতা থেকে মুক্তি পাক
পৃথিবীর সমস্ত শিশু অসহায় নরনারী
রক্তের দৃশ্য যেনো দু’চোখে না ভাসে আর।


ঢাকা
১৬/১১/২৩