বর্ষা
মঈন তাজ


আষাঢ় মাসে বর্ষা আসে
কদম ফুটে ডালে,
ঝুমঝুমিয়ে বৃষ্টি যেনো
নাচে টিনের চালে।


নদী ডোবায় মাছের খেলা
ব্যাঙের মাতামাতি,
পথিক চলে আপন কাজে
মাথায় দিয়ে ছাতি।


জেলে ভাইয়া নদীর জলে
টানে খেওয়া জাল
চাষি ভাইয়া মেঘের জলে
বহে গরুর হাল।


বৃষ্টি এলে শিশুরা সব
অনেক মজা করে,
অসুখ হবে মা বকা দেয়
ফিরে যখন ঘরে।


দুকূল জুড়ে উপচে পড়ে
নদীর নয়া জল,
বর্ষা এলে গাছের ডালে
পাকে হরেক ফল।


যশোর
১৭/০৬/২০