বসন্তের আগমনে
মঈন তাজ


বিনম্র শ্রদ্ধায় পাতারা ঝরে যায়
বসন্ত আগমনে,
ফুলের ঘ্রাণ কোকিলের গান
ললনার প্রেম জাগে  মনে।
বসন্ত বাহারে ভ্রমরের গুঞ্জরে
পাপড়ি মেলেছে কুড়ি,
বাসন্তী রাগে মনে প্রেম জাগে
খোঁপা ভরে ফুলে স্বপ্নচারী।
পলাশ মেখেছে আগুনের রঙ
শিমুলের গায়ে আবিরের ছোঁয়া,
ভেসে আসে কানে ঐ দূর বনে
কোকিলের গান গাওয়া।
অনন্ত কাল দিয়ে ফুল ফল
সাজিয়েছো এই ভূমি,
প্রতি অনুক্ষণ ভরে এই মন
চির যৌবনা তুমি।
                      
ঢাকা
৪ ফাল্গুন ১৪২৩
১৬/০২/১৭