বসন্ত রূপ-সুধা (সনেট)
মঈন তাজ


ঝরে পাতা ফুটে ফুল এলোরে ফাগুন,
হালকা হিমেল বায়ু বাতায়ন খোলা।
টকটকে লাল ফুল রঙের আগুন,
বসন্ত রূপ-সুধা যায়না তা ভোলা।
বাহারী কাঞ্চন ফুল পাতা নেই ডালে,
চকচকে রোদে তারে কি যে ভালো লাগে।
পলাশ শিমুল শাখা ভরে লালে লালে,
ফাগুনের কত ফুল ফুটে গুলবাগে।


পাখিদের কলতান ভরে দেয় মন
দূর থেকে শোনা যায় কোলিলের ডাক।
খুব মধুময় লাগে ভোরের পবন,
প্রকৃতি পরেছে যেনো রঙিন পোশাক।
শীতের চাদর খুলে আগমনী গানে,
প্রকৃতির নব সুধা দোলা দেয় প্রাণে।


যশোর
০৪/০৩/২২