বাস্তবে কিছু নাই
মঈন তাজ


বাঁকা মুখে ফাঁকা বুলি,
ফেসবুকে ঝড় তুলি,
দুনিয়াটা উল্টায়।
চারিদিকে চেয়ে দেখি,
হায়!হায়!হলো একি,
বাস্তবে কিছু নাই।


বসে বসে মিডিয়াতে,
কথা বলি টকশো'তে
দিয়ে যায় সমাধান।
হাল চাষ নয় সোজা,
করে দ্যাখো কি যে মজা!
মাঠে নেমে গাও গান।


এসো হাতে হাত ধরি,
কথা নয় কাজ করি,
হবে সব সমাধান।
মানুষের পাশে থেকে,
সকলের ব্যথা ঢেকে,
রেখে যায় অবদান।


যশোর
০২/০৭/২১