ব্যস্ত ছিলাম
মঈন তাজ


অশোক দাদা ব্যস্ত ছিলাম
সত্যি বলি ভাই,
শরৎ নিয়ে কাব্য গাঁথা
হয়নি লেখা তাই।


কোন্ ফাঁকে যে সূর্য উঠে
সন্ধ্যা হয়ে যায়,
সময় গুলো কোথায় পালায়
তারিফ করি তাই।


ছন্দ নিয়ে আলোচনা
মজাই লাগে ঢের,
দিচ্ছি কথা সময় পেলে
আসবো আমি ফের।


নবীন আমি শিক্ষানবিশ
বুঝি অনেক কম,
সময় পেলে ছন্দ পাতায়
তাইতো ফেলি দম।


অজানা সব ছন্দ কথা
নাইতো জানার শেষ,
ছন্দ নিয়ে কর্মশালা
লাগছে ভীষণ বেশ।


যশোর
০৪/১০/২১