বিবেকের বেচাকেনা  
মঈন তাজ


মাঝে মাঝে মনে হয় ছেড়ে যায় লোকালয়,
পশুদের চেয়ে বেশি মানুষকে লাগে ভয়।
সর্পের মত নাই মানুষের বিষ দাঁত,
কামড় না বসিয়েও করে দেয় কুপকাত।


বেড়ে গেছে খুব বেশি হিংস্রতা রেষারেষি,
সাম্যতা নেই কোনো চলে শুধু দ্বেষাদ্বেষী।
চেয়ে চেয়ে দেখি তবু খোলা চোখ বুঁজে রই,
বিবেকটা মরে গেছে এই কথা কারে কই।


বুকে জমে যত কথা মুখে এসে মরে যায়,
অনুপায় হয়ে তাই বিবেকটা বেচে খায়।
বিবেকের বেচাকেনা চলে এই ভব হাটে,
বলো তবে লাভ কি তা সাম্যের পুঁথি পাঠে?


বিবেকের দংশনে হয় নাতো ক্ষত আর,
সুদ ঘুষ মাদকের করি যত কারবার।
অন্যায় কাজে তাই কাঁপে নাতো এই হাত,
জগতেই সব চাই ভুলে গেছি আখেরাত।


মাঝে মাঝে তাই নামে লানতের বারিধারা,
চেতনায় তবু ভাই থাকি সবে জ্ঞান হারা।
অবিরত বসে কাঁদি হুজুরের জলসায়,
সব কিছু ভুলে যায় শয়তানি জজবায়।


যশোর
১৬/১১/২১