বিবেকের দংশন
মঈন তাজ


বিবেকের ঐ দংশন যদি না করে তোমায় ক্ষত,
অপরাধ তুমি করিতে থাকিবে অবিরাম ক্রমাগত।
সৃষ্টি করেছে প্রভু তোমাকে করে চির উন্নত,
সকল সৃষ্টি তোমার কাছে তাইতো হয়েছে নত।


যে শপথ তুমি করেছিলে সেই মহান প্রভুর সাথে,
কেনো সে শপথ ভুলে যাও আজ গলদ মিলাও তাতে।
সত্য সঠিক ভুলে গিয়ে তুমি  কেনো হও বিব্রত
অন্যায় আর অপরাধে আজ কেনো হও উদ্ধত।


মানুষ হয়ে কেনো তুমি হও অবুঝ পশুর মত,
মানবতা বোধ ভুলে গিয়ে কেনো পাপ কাজে হও রত।
হিংস্র হয়ে কেনো তুমি আজ রক্তে রাঙাও হাত,
শয়তানি কাজে মত্ত হয়ে কেনো করো উৎপাত।


অলীক স্বপ্নে বিভোর হয়ে কেনো ঘুরো পথে পথে,
ভ্রান্ত পথের বিভ্রম থেকে এসো সত্যের রথে।
উদার চিত্তে চেয়ে দেখো তুমি প্রভুর সৃষ্টি পানে,
খুব সহজেই বুঝিতে পারিবে শ্রেষ্ঠ হওয়ার মানে।


নিজেকে চিনিতে পারিবে বন্ধু তুমি কত উন্নত,
কোমল চিত্তে নীতির বৃত্তে নিজে হও সংযত।
মানুষের মত মানুষ হবে এই হোক আজ ব্রত,
অমানুষ হয়ে পৃথিবীকে আর করবেনা বিক্ষত।


যশোর
২৯/০৯/২০