বিবেকের দ্বার খুলো
মঈন তাজ


বিবেকের দ্বার খুলো হে মানুষ বিবেকের দ্বার খুলো,
জাগ্রত করো মানবতা বোধ হিংস্রতাকে ভুলো,
সত্য ন্যায়ের পক্ষে সবাই জয়ধ্বনি তুলো,
বিবেকের দ্বার খুলো হে মানুষ বিবেকের দ্বার খুলো।


বিপন্ন আজ মানবতা দেখো বোমার আঘাতে মিশে,
বর্বরতার কঠিন আঘাতে মানবতা যায় পিষে।
ছোট্ট শিশুর  চিৎকার ধ্বনি দেয়না কি বুকে নাড়া?
এতটুকু নাই মানবতা বোধ এত জঘন্য তারা!


মানুষ তুমি মানুষের তরে হও নাই আগুয়ান,
এই কী তোমার মানবতা বোধ মানব প্রেমের গান?
ছিঃ ছিঃ ছিঃ ঘৃণ্য হে তুমি অধম পশুর চেয়ে,
হিংস্রতা আর জঘন্যতায় দেহ মন গেছে ছেঁয়ে।


হাসপাতালে মুমূর্ষু রোগী তাদের করেছো খুন,
বোমার আঘাতে উড়ে যায় সব এতটাই নিদারুণ!
আকাশে বাতাসে লাশের গন্ধ বহে রক্তের ধারা,
নির্বাসিত মানবতা আজ হয়েছে আপন হারা।


হামলে পড়েছে শকুনের দল ছিঁড়ে খায় মানবতা,
তমসা মগ্ন বিশ্ব বিবেক হয়েছে আজকে ভোঁতা।
পশুর দলে ছিঁড়ে খুঁড়ে খায় তোমার ভায়ের লাশ,
অথচ তুমি প্রাসাদে বসিয়া আরামে নিচ্ছ শ্বাস!


হায়! হায়! হায়! এতটাই নিচ হয়েছে আজকে তুমি,
সৌর্য বীর্যে অন্ধ হয়েছো পশুদের পদ চুমি!
তোমার প্রসাদে হানিবে আঘাত পশুদের সেনাদল,
তোমার বুকে আঘাত হানিবে তোমাই কর্মফল।


জাগ্রত হও জেগে উঠো আজ হে মানুষ্য জাতি,
চেয়ে দেখো তুমি কিভাবে মরিছে তোমার বংশ জ্ঞাতি?
চেয়ে চেয়ে দেখো ক্রন্দন ধ্বনি আসহায় শিশু নারী,
আকাশে বাতাসে কম্পন তুলে মানুষের আহাজারি।


ঢাকা
০২/১১/২৩