বিদায়ের এই ক্ষণে
মঈন তাজ


বিদায়ের এই ক্ষণে কত কথা পড়ে মনে
উছ্বলিয়া উঠে কত চোখ ভরা জল,
আপনার ভালোবাসা এই বুকে ছিলো ঠাসা
অনন্ত প্রেম ছিলো গভীর অতল।


মনের সকল কথা হৃদয়ে জমানো ব্যথা
বলেছি সকল কিছু উজাড় করে,
কখনো হতাশা এলে বলেছি সকল খুলে
আপনি দিতেন বুকে সাহস ভরে।


আপনারে দেখেছি যত প্রেরণা পেয়েছি তত
বেড়েছে বুকের মাঝে উদ্দীপনা,
আপনি যেথায় যাবে ভালোবাসা সাথে রবে
আপনারে ভেবে পাবো শত প্রেরণা।


আপনারে স্মরণ করে কত চোখে জল ঝরে
বিদায় বিরহ ভরা সকরুণ ক্ষণে,
কিছু ভালো লাগে না যে বিরহের বাঁশী বাজে
বুক ভাঙ্গা ব্যথাতুর হৃদয় কোণে।


হে প্রিয় বিদায় সারথী প্রাণ প্রিয় ওহে সাথী
ভালোবাসা পেয়ে তব হয়েছি যে ঋণী,
আপনার প্রেম ভার কেমনে বহিবো আর
এত সুধা পাবো তব কখনো ভাবিনি।


ক্ষীণ ক্ষণ আপনারে পেয়েছিনু প্রাণ ভরে
প্রশান্তি ভরা ছিলো হৃদয় মাঝে,
আমাদের ছেড়ে যাবে অকালে হারাতে হবে
কখনো ভাবিনি তা সকাল সাঁঝে।


ছলছল চেয়ে দেখি জল ভরা কত আঁখি
ব্যথাতুর ঢেউ লাগে আপনার প্রাণে,
যাবে যাও ওহে প্রিয় ভালোবাসা নিয়ে যেও
কোন ব্যথা রাখিবেনা আপনার মনে।


যশোর
১১/০১/২০