বিদায়ের ক্ষণে
মঈন তাজ


চোখে জল ছলছল উথলিয়া উঠে।
কত কথা ভেসে উঠে স্মৃতির পটে।


আজ এই বিদায়ের ক্ষণে।
জল কেন চোখের কোণে?


আনত নয়নে উদাস মনে কেন নিরবতা?
বুকে চাপা ক্রন্দন মুখে নেই কোন কথা।


আজ নয় হে তোমার বিদায়।
আজ তোমার নতুন প্রত্যয়।


নব উদ্দামে নতুন স্বপ্নে এগিয়ে চলার পথে।
এ বিদায় পাথেয় হয়ে থাকবে তোমার সাথে।


হারানো ব্যথায় ব্যথিত এ বুক।
তবু এ ব্যথায় মনে জাগে সুখ।


অগ্রপথিক এগিয়ে যাও হে আপন মহিমায়।
এ আয়োজন আজকে কভু হারানোর তরে নয়।


সফলতার সিঁড়ি বেয়ে বেয়ে।
সমাসীন হবে উচ্চশিখরে গিয়ে।


আসবে ফিরে আমাদের মাঝে নিবিড় আলিঙ্গনে।
চিরকাল রবে তোমার স্মৃতি আমাদের এই মনে।


যশোর
০৩/০৯/১৯