বিজয়ের পঞ্চাশ
মঈন তাজ


নব চেতনায় উজ্জীবিত নতুনের উচ্ছ্বাস,
বাংলার দ্বারে কড়া নেড়ে যায় বিজয়ের পঞ্চাশ।
উন্নয়নের সাগর জোয়ারে আমাদের বসবাস,
বাঙালির ঘরে হাসি দিয়ে যায় বিজয়ের পঞ্চাশ।
সমৃদ্ধির নব অভিযানে বয়ে আনে সুবাতাস,
নব কল্লোলে ঢেউ তুলে যায় বিজয়ের পঞ্চাশ।
বিজয় বীণার সুরের ছোঁয়ায় দূর হয় হাহুতাশ,
উল্লাসে তাই প্রাণ ভরে যায় বিজয়ের পঞ্চাশ।
শত অর্জনে অনন্য আজ বাংলার ইতিহাস,
মুজিব বর্ষে এলো যে হরষে বিজয়ের পঞ্চাশ।
আনন্দ আর উন্মাদনায় এলো বিজয়ের মাস,
অনন্য এক মাত্রা পেলো বিজয়ের পঞ্চাশ।
এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয়ে নতুনত্বের চাষ,
নতুন স্বপ্নে জাগরণ আনে বিজয়ের পঞ্চাশ।
কৃষক শ্রমিক মেহনতি যত বুক ভরে নেয় শ্বাস,
হাসিমাখা মুখে সুখের বার্তা দিয়ে যায় পঞ্চাশ।
বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস,
বাঙালির ঘরে প্রেরণার আলো বিজয়ের পঞ্চাশ।
প্রাচুর্যময় বাংলাদেশর দিয়ে যায় আশ্বাস।
আকাশ বাতাস মুখরিত করে বিজয়ের পঞ্চাশ।


যশোর
২৩/১২/২১