বিজয়ের প্রত্যয়
মঈন তাজ


আজ আমাদের বিজয় দিবস
গৌরব গাঁথা সে ইতিহাস
একাত্তরের কথায় আজও
কত প্রাণের দীর্ঘ শ্বাস।
আমরা করি বিজয় উল্লাস
আনন্দে নেচে নেচে
এই আনন্দ ছিনিয়ে নিতে
কত যে প্রাণ গেছে।
কত সন্তান হারিয়ে গেছে
পাইনি তাদের খোঁজ
ইতিহাসে নেইকো লেখা
মা খুঁজে হররোজ।
কত বোনের ইজ্জত গেল
কত ভাইয়ের প্রাণ
স্বাধীন দেশ পেলাম মোরা
তাদের আত্মদান।
নির্যাতন আর নিপিড়নের
হল অবসান
সব ভেদাভেদ ভুলে মোরা
গাই বিজয়ের গান
সাম্যবাদের গান গেয়ে যাই
নেই ওরে নেই ভয়
সুখী সমৃদ্ধ দেশ গড়িবো
বিজয়ের প্রত্যয়।
    
ঢাকা
১৭/১২/১৬