বীরত্ব অমলিন
মঈন তাজ


ইতিহাস যার চির অমলিন আছে বীরত্ব গাঁথা,
ভেবে দেখো হে মুসলিম বীর তুমি তাদেরই ভ্রাতা।
ঈমানী আকিদা সৎগুণে যারা বিশ্ব করেছে জয়,
তুমি চলে যাও সেই পথ ধরে জয় হবে নিশ্চয়।


ওমর,আলী,হামযা,খালিদ বিশ্ব বিজয়ী বীর,
বিজয় এনেছে বিনাশ করেছে শয়তানি শক্তির।
দর্প তোমার খর্ব হবেনা তুমি উন্নত শির,
রুখে দাও ঐ বুলেট বোমা হিংস্র আগ্রাসীর।


জেরুজালেমের বিজয় কথা নাই তোমাদের মনে,
বীর সেনানী সালাহউদ্দিনের যুদ্ধ যাদের সনে।
বিসম্বাদীরা তোমাদের কাছে হেরে গেছে বারবার,
অত্যাচারীর খড়্গ কৃপাণ হয়ে গেছে ছারখার।


রক্তে ভিজেছে পবিত্র ভূমি আগুনে পুড়ছে দেহ,
মিথ্যাবাদীরা কুন্ঠিত হবে নেই তাতে সন্দেহ।
লেজ গুটিয়ে পালাবেই তারা নেড়ী কুত্তার দল,
যেমন গিয়েছে আফগান ছেড়ে গুটায়ে সমরবল।


বিজয় পতাকা উড়বে তোমার এই রেখ বিশ্বাস,
আকাশে বাতাসে ধ্বনিত হবে তোমার জয়োচ্ছ্বাস।
হে মুসলিম বীর সেনাদল ভয় কেনো তবে আর,
উড়াও তোমার বিজয় নিশান আল্লাহু আকবর।


ঢাকা
১০/১১/২৩