বিশ্বাস করো
মঈন তাজ


বিশ্বাস করো
তুমি অনেক বড় হবে।
স্বপ্ন দেখ শ্রম দাও
বাস্তবতা পাবে।


নিশ্চয় তুমি জয়ী হবে
লালিত স্বপ্নের কাছে।
ব্যর্থতাকে লাথি মারার
সাহস তোমার আছে।


বিশ্বাস বুকে নিয়ে
নেমে যাও আজ কাজে।
হতাশারা দূর হোক
ফিরে যাক সব লাজে।


কারো দয়া নিয়ে নয়
নয় কারো অনুগ্রহ।
চেষ্টা করো
তুমি নিজেই হবে উজ্জ্বল গ্রহ।


তুমি হবে এক দিন
শত যুবকের অনুপ্রেরণা।
শুধু বিশ্বাস রেখো
কখনো হাল ছেড়োনা।


বিশ্বাস আর কাজ
মানুষকে করে তুলে মহৎ।
অবিশ্বাস আর অলসতা
এনেদেয় ধ্বংসের পথ।


বুকে হাত রেখে বলো
নিশ্চয় তুমি পারবে।
দেখবে এক দিন তুমি
সোনার জীবন গড়বে।


ব্যর্থতাকে পেছনে ফেলে
হতাশাকে লাথি মেরে।
ফিরে এসো তুমি
সফলদের স্বর্ণের কাতারে।


লিখে যাও তুমি পৃথিবীরর বুকে
আপন ইতিহাস।
সফল তুমি হবে নিশ্চয়
এই রেখো বিশ্বাস।


ঢাকা
০৮/০৬/১৮