বিত্ত ভাবে চিত্ত নাচে
মঈন তাজ


বিত্ত ভাবে চিত্ত নাচে মৃত্যু নাচে নাকের পর,
হিসাব কষে ভাবছি বসে দম ফুরালে সবি পর।
দূষণ জলে সাঁতার চলে রোগ জীবাণু করছে ভর,
কমছে আয়ু জীবন বায়ু হচ্ছে দূষণ আসল ঘর।


কমছে অতি চোখের জ্যোতি ঝাপসা আলো অন্ধকার,
শ্রবণ শ্রুতি হচ্ছে ক্ষতি যায়না শোনা ভালো আর।
পেটের পীড়া পাচক ক্রীড়া এখন দেখি খুবই কম,
রেচনতন্ত্র শ্বাসযন্ত্র ফেলেনা আর সুখের দম।


দেহের শক্তি নেই ভক্তি একটু কাজে ক্লান্ত হই,
অবাক চোখে হতাশ মুখে অতীত পানে চেয়ে রই।
আয়ুর ভারে দেহের হাড়ে গিঁটে গিঁটে ব্যথা হয়,
অন্ধকারে ধরছে ঘিরে জীবন রবি অস্ত যায়।


কামাই কালে পাপের মালে ভাবিনিতো একটু আর,
লোভের মায়া জীবন কায়া মিথ্যা শুধু এ সংসার।
জগত জালে জীবন ফেলে মিটায় যত মনস্কাম,
নেচে নেচে গেলাম বেচে পেলাম কি তার আসল দাম?


যশোর
১৮/০৫/২২