বই কিনে তো কেউ ঠকেনা
মঈন তাজ


এই জগতের নিরব জ্ঞানী জ্ঞানের আধার বই
বই ছাড়া তাই জ্ঞানের জ্ঞানী পাবে তুমি কই।
বই পড়িলে জানবে তুমি প্রাচীন ইতিহাস
হৃদয় মাঝে বইবে তোমার জ্ঞানের সুবাতাস।


হাজার রকম বই পড়ে তাই জ্ঞান পিপাসু মন
জ্ঞানের আলো আছে কোথায় খুঁজে সর্বক্ষণ।
একটি বইয়ের একটি কথাই বদলে দেবে পথ
সুখের ডানা মেলতে পারে হয়তো জীবন রথ।


অতীত কিংবা বর্তমানকে জানতে যদি চাও
বোবা জ্ঞানী নিরাহংকার বইয়ের কাছে যাও।
রহস্যময় জগতটারে জানতে যদি চাও
বইয়ের কাছে গিয়ে তুমি পরামর্শ নাও।


সত্য সঠিক জানতে হলে পড়তে হবে বই
বই ছাড়া কি কেউ কখনো আসল জ্ঞানী হই।
বই কিনে তো কেউ কোন দিন হয়নি কভু নিঃস্ব
বই পড়ে তাই জানবে তুমি মহাজ্ঞানের বিশ্ব।


বইয়ের মাঝে আছে কত তথ্য অমলিন
বই কিনে তো কেউ ঠকেনা সত্য চিরদিন।
বই পড়ে তাই হতেই পার অনেক জ্ঞানবান
বই না পড়ে কেউ কখনো পায়না সুসম্মান।


বই কিনে যে বই পড়েনা নিঃস্ব বড় মন
টাকা দিয়ে হয় কি কভু জ্ঞানের আহরণ?
টাকার জন্য হয়তো তোমার যেতেই পারে মান
সুসংহত জ্ঞান তোমাকে দেবেই পরিত্রাণ।


যশোর
১১/০২/২০