বই পড়া
মঈন তাজ


চোখ থাকিতে অন্ধ সে জন
যে পড়েনা বই।
বই ছাড়া আর জ্ঞানের প্রদীপ
পাবে তুমি কই।


বই পড়িলে জ্ঞানের আলোর
প্রদীপ জ্বলে মনে।
আলোকিত মানুষ হবে
জ্ঞানে গুনে মানে।


থরে থরে সাজনো জ্ঞান
বইয়ের পাতা জুড়ে।
আপন মনে আলো জ্বালায়
বই গুলো সব পড়ে।


বই পড়িলে জানা যাবে
অজানা সব কথা।
মজার মজার বই পড়িলে
জুড়ায় বুকের ব্যথা।


বই পড়িলে জানা যাবে
অতীত ইতিহাস।
আলোকিত মনে তোমার
বইবে সুবাতাস।


অমানুষকে মানুষ বানায়
একটি বইয়ের উক্তি।
বই পড়িলে দূর হবে ভাই
ভ্রান্ত যত যুক্তি।


বই আমাদের দিতে পারে
সঠিক পথের দিশা।
হতাশ বুকে দিতে পারে
বাঁচার নতুন আশা।


জ্ঞান বিজ্ঞান সঠিক বেঠিক
বইয়ের পাতায় ভরা।
বই ছাড়া আর সুষ্ঠু জীবন
যায় কি বলো গড়া।


বইয়ের আলো দূর করিবে
মনের অন্ধকার।
বই যে তোমার খুলে দিবে
বন্ধ বিবেক দ্বার।


জ্ঞানের প্রতীক আলোর প্রদীপ
পথের দিশা বই।
বইয়ের আলোর প্রদীপ জ্বেলে
আলোকিত হই।


বই পড়া তাই  অনেক মজা
গড়ি সুঅভ্যাস
বদলে দেবে একটি লাইন
জীবন ইতিহাস।


বই দিবসে আমরা সবাই
করি অঙ্গীকার।
প্রিয়জনকে একটি বই
দেব উপহার।


ঢাকা
২৩/০৪/১৯