বৈশাখী উৎসব
মঈন তাজ


চৈত্র গেলো রোদ্র দাহে এলো বোশেখ মাস,
বর্ষবরণ আয়োজনে মাতাল চারিপাশ।
বসবে মেলা নাগরদোলা চড়বে ছেলের দল,
নতুন ঘ্রাণে খুশির বানে বাড়বে মনোবল।


সাজবে খুকি আঁকিবুঁকি আলপনাতে গাল,
ঝুমুরঝুমুর ঘুঙুর পরে করবে কেলাহল।
মাথায় ঝুঁটি লুটোপুটি কানে গুঁজে ফুল,
ফুলের মালা ভরবে গলা নাচবে কানের দুল।


মজা আছে পুতুল নাচে দেখবে কত জন,
বোশেখ মেলায় বানর খেলায় ভরবে সবার মন।
খেতে মজা বাদাম ভাজা টিপেটিপে খায়,
মেয়েরা সব ফুচকা খেয়ে খুবই মজা পায়।


সরাই ভরে পান্তা ইলিশ খাবে সবাই ঢের,
বাঙালি মন তবেই পাবে ঐতিহ্যের টের।
চোখের কাজল শাড়ির আঁচল অঙ্গে ভরা সাজ,
লুঙ্গি পরে গামছা গলায় বর্ষবরণ আজ।


গানে গানে আমন্ত্রণে ভরবে বটের তল,
নতুন বছর মজার আসর বাড়ায় কৌতুহল।
গল্প গানে জানবে সবাই নতুন ইতিহাস,
বছর ঘুরে আবার এলো মজার বোশেখ মাস।


নকশী করা মাটির পাতিল কিনবে মেয়ে লোক,
সাজবে বাড়ি মাটির হাঁড়ি জুড়াবে তার চোখ।
বর্ষবরণ অনুষ্ঠানে উঠবে কলরব,
সবার প্রাণে দোলা জাগায় বৈশাখী উৎসব।


খেলনা কিনে খোকা খুকির ভরবে যখন মন,
বাড়ি এসে করবে তারা খেলার আয়োজন।
ঘোড়ার গাড়ি চড়ে তারা ঘুরবে কতক্ষণ,
করবে তারা মজা করে সে সব আলাপন।


হাল খাতাতে নতুন হিসাব কষবে দোকানদার,
ক'দিন পরে কৃষক ভায়ের বাড়বে গোলার ভার।


ঢাকা
১৩/০৪/২৩