বলতে চেয়েছি
মঈন তাজ


কিছু শব্দ সাজাতে চেয়েছিলাম
কবিতা হবে বলে,
কিছু কথা সাজিয়েছিলাম তোমাকে বলার জন্য
কিন্তু
ছন্দের ছলচাতুরীতে হারিয়ে গেলাম
শব্দের ঢেউয়ে ঢেউয়ে নিরুদ্দেশ হলো কথা
কোন বেদনায় আশাহত হলো তাল,লয়,বৃত্ত।
আর লেখা হয়নি কবিতা
আর বলা হয়নি কথা.......
এখন শুধু বর্ণমালা আছে
শব্দ নেই বাক্য নেই।


যশোর
১৬/০২/২২