বন্ধুত্বের প্রাণের বাঁধন
মঈন তাজ


বন্ধু আজকে মিলি এই খানে
হৃদয়ের বন্ধনে
জুড়াবো সকল প্রাণের ব্যথা
মিলিয়া সবার সনে।


হাতে হাত রেখে চলি এক সাথে
সকলের সুখে দুখে
ব্যথির ব্যথা ভাগ করে নেবো
বন্ধু সকল বুকে।


বিপদে আপদে বন্ধু হয়ে
ঝাপিয়ে পড়িব সবে
দুঃখ বেদনা কষ্ট ক্লেশে
কেহ নাহি পড়ে রবে।


সকল কষ্ট ভাগ করে নেবো
আমরা সকলে মিলে
ভালোবাসা দিয়ে ফুটাবো হাসি
ব্যথা ভরা সব দিলে।


সুখ আনন্দ ভাগ করে নেবো
ভালোবাসা প্রেম প্রীতি
চির কাল সবে মিলেমিশে রব
হয়ে হৃদয়ের সাথী।


বন্ধু নয়তো ছেঁড়ার বাঁধন
হৃদয়ের বন্ধন
এখানে সবাই হাসি খুশি রব
থাকবেনা ক্রন্দন।


এক পাতে সবে খাবার খাবো
এক গ্লাসে খাবো জল
বন্ধুত্বের প্রাণের বাঁধন
অমলিন চির কাল।


যশোর
১৩/০১/১৯