বন্যা
     মঈন তাজ


ভাংছে নদীর পাড়
ভাংছে মানুষের অন্তর,
নদী গর্ভে বিলিন হচ্ছে
রাস্তাঘাট বাড়ী ঘর।


বিলিন হচ্ছে
মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠান,
সর্বনাশা নদী দেখে
কেঁদে উঠে মানুষের প্রাণ


ভেসে যায় মৃত গবাদি পশু
মানুষের সংসার,
আহ্ কত যত্নে গড়া সম্পদ
হয়ে গেল ছারখার।


চরম ক্ষেপেছে বন্যার জল
ছুঁয়েছে ঘরের চালা,
অন্ন বস্ত্র সব গিলে সে
মিটায় পেটের জ্বালা।


পানি বন্দী লোকালয়
গ্রাস করেছে স্বপ্নের ফসল,
দু চোখে শুধু অন্ধকার
দিয়ে গেল বন্যার জল।


পাহাড়ি পানির ঢল বন্যার জল
মানুষের দূর্গতি।
হায় বন্যা তুমি করে গেলে আজ
অপূরনীয় ক্ষতি!


স্রোতের তোড়ে সে দিন ভেসেছে
সখিনা বিবির শিশু,
নদীর পাড়ে খুঁজে ফিরে সে
তার নয়নের যিশু।


অসহায় মানুষের হাহাকার
নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস,
হায় বন্যা কোন্ ক্ষোভে করলে তুমি
এতো সর্বনাশ!


ঢাকা
১৮/০৮/১৭