বুঝে অবশেষে
মঈন তাজ


সুপথ ছেড়ে কুপথ ধরে হারায় পথের দিশা,
মনের আলো হচ্ছে কালো ঘনায় অমানিশা।
সুজন মাঝি নেইকো আজি ভাঙা তরীখানা,
কে তুলে পাল কে ধরে হাল নেইতো কারো জানা?


দিক দিশারী পালায় ছাড়ি আমরা আপন হারা,
কে দেয় দিশা মনের তৃষা মিটায় এখন কারা?
জগত মাঝে হাজার কাজে চলছে প্রতারণা,
কানে কানে সকল প্রাণে চলছে কুমন্ত্রণা।


সত্য ছেড়ে মিথ্যা ধরে উল্লাসে আজ মাতি,
ক্ষণিক মোহে নগ্ন দেহে জ্বালায় আগরবাতি।
নেচে নেচে হৃদয় বেচে আনি সুখের খ্যাতি,
স্বার্থ শেষে হেঁসে হেঁসে পালায় আপন জ্ঞাতি।


অত্যাচারী বেড়ায় ঘুরি দম্ভ নিয়ে বুকে,
দিন ভিখারি অশ্রুবারি ফেলে মনের দুখে।
বিচার হবে সে আর কবে আশায় বসে থাকা,
আশায় আশায় দিন কেটে যায় প্রতারণায় ঢাকা।


ছলচাতুরী অনাচারী পথের বাঁকে বাঁকে,
পথ ভুলিয়ে দেয় গুলিয়ে সরল পথিকটাকে।
সরল পথিক যায় সে বেদিক বুঝে অবশেষে,
অমানুষ-ই এসে ছিলো সাধু মানুষ বেশে!


যশোর
১১/০৯/২২