চামড়া প্রহসন
মঈন তাজ

গরিবের হক আছে কুরবানী চামড়ায়,
কারসাজি করে তাই হক মারি আমরাই।

কোন কালে দেখেছো কি এত কম মূল্য?
পাদুকার দোকানে তা গিয়ে করো তুল্য।

চামড়ার দাম শুনে হয়ে যায় হতবাক,
বিশ টাকা দাম শুনে আরো হই নির্বাক।

চামড়ার এই দাম কী করে তা সম্ভব!
পাদুকার দোকানে তো জুতা কেনা দূর্লভ।

দাম শুনে বেপারীরা হাত দেয় মাথাতে।
কেউ বলে চামড়া পুতে ফেলো মাটিতে।

রাস্তায় ফেলে যায় কোন কোন ব্যাপারী।
মন্দার বাজারেতে উজ্জ্বল ট্যানারী।

বাংলার ইতিহাসে দেখেছো এতো ধস?
জেনে বুঝে করে তারা গরিবের এই নাশ।

গরিবের সাথে হবে কত আর প্রহসন?
ধনীরা তো ধনী হবে তাই এই আয়োজন।

গরিবের হক মেরে ধনীরা তো হবে ধনী।
গরিবের অধিকারে তাই এতো টানাটানি।

আর কত লাথি দিবে গরিবের পেটে পিঠে।
বুঝে নেবে একদিন সব কিছু গিঁটে গিঁটে।

হিসাবের সেই দিন পাবেনাতো নিস্তার।
দুনিয়াতে যত করো ক্ষমতার বিস্তার।

ঢাকা
১৪/০৮/১৯